সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনের সড়কে অবস্থান নেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে দুই শিক্ষার্থীর মৃত্যুর পর টানা ৪ দিন ধরে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধ ও ভাঙচুর চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। এরই ধারাবাহিতায় বুধবার সকালে দনিয়া কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নেয় তারা। এ সময় তাদের হাতে দাবি সম্বলিত বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।
বিডি-প্রতিদিন/০১ আগস্ট, ২০১৮/মাহবুব