শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় টানা চারদিন ধরে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে রেখেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।
বাসচালকের ফাঁসিসহ ৯ দফা দাবিতে আন্দোলনের ভয়ে রাজধানী থেকে বাস সরিয়ে নিয়েছেন পরিবহন মালিকরা। বাসশূন্য রাজপথ অনেকটাই খা খা করছে। ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি সামান্য কিছু রিকশা, অটোরিকশা দেখা যাচ্ছে। অফিসযাত্রীদের বেশির ভাগকেই হেঁটে ও রিকশায় যেতে হচ্ছে।
যেখানেই শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে, সেখানেই শিক্ষার্থীরা রাস্তায় নেমেছেন। তারা রাস্তা অবরোধ করে রেখেছেন। সব মিলিয়ে বুধবার বেলা ১১টার পর থেকে রাজধানী ছিল অচল। রাজধানীর বেশির ভাগ এলাকায় ঘণ্টার পর ঘণ্টা গাড়িতে থাকতে হয় যাত্রীদের।
প্রসঙ্গত, রবিবার দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম ওরফে সজীব এবং একই কলেজের একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম ওরফে মিম নিহত হন। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হন।
পথচারীরা সঙ্গে সঙ্গে আহতদের নিকটস্থ কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে ভর্তি করা হয়।
বিডি প্রতিদিন/০১ আগস্ট ২০১৮/আরাফাত