রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় বিচার এবং নিরাপদ সড়কের দাবিতে ঢাকা-মাওয়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। পুরান ঢাকার রায় সাহেব বাজার তাঁতীবাজার এলাকায় বুধবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা ঘণ্টাব্যাপী এই অবরোধ কর্মসূচি পালন করে।
এ সময় ঢাকা মাওয়া মহাসড়ক ও গুলিস্থান সদরঘাট যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের অনুরোধের পরে বেলা ১২টার দিকে কবি নজরুল কলেজের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের মাধ্যমে শিক্ষার্থীদের এই কর্মসূচি শেষ হয়।
রায় সাহেব বাজার ট্রাফিক পুলিশ আব্দুল জলিল জানান, বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা প্রথমে রায় সাহেব বাজার অবরোধ করে পরে সাড়ে ১১টা তাঁতীবাজার মোড়ে অবস্থান নেয়। এসময় তারা বাহাদুর শাহ পরিবহন ও আরাম পরিবহনের দুটি বাস ভাংচুর করে।
গত রবিবার রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর পর টানা ৪ দিন ধরেই রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ চালিয়ে আসছে।
বিডি-প্রতিদিন/০১ আগস্ট, ২০১৮/হিমেল/মাহবুব