বাস ভাঙচুর না করা এবং যানবাহন শ্রমিকদের জীবনের নিরাপত্তার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় শ্রমিকদের ডাকা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার সকাল ৭টায় শুরু হওয়া এ অবরোধ দুপুর ২টার দিকে প্রত্যাহার করে রাস্তা থেকে সরে যান শ্রমিকরা। এতে ঢাকা-নারায়ণগঞ্জ-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
রাজধানীর বিমানবন্দর সড়কে দুই বাসের রেষারেষিতে দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীরা চারদিন ধরে অবরোধ কর্মসূচি পালন করে আসছে। এর প্রতিবাদে আজ বুধবার সকাল ৭টায় সাইনবোর্ড এলাকায় মহাসড়ক অবরোধ করেন যানবাহন শ্রমিকরা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে চলাচলকারী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মনির হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম