রাজশাহীতে অস্ত্রসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। মহানগরীর খড়বোনা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানায়।
গ্রেফতারকৃতরা হলেন, খড়বোনা এলাকার মৃত নফর মন্ডলের ছেলে রানা (৩১) ও স্ত্রী কহিনুর (৩৮)।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানউল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রানার বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়। এ সময় রানার কাছে থেকে একটি রিভালবার ও স্ত্রী কহিনুরের থেকে তিন রাউন্ড গুলি জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন