শিশুরাই আমাদের ভবিষ্যৎ, আমাদের গর্বিত উত্তরসূরী, আমাদের জাতি ও জাতীয় চেতনার প্রতিনিধি। প্রতিটি ছেলে-মেয়েকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা, মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা, মুক্তিযুদ্ধের ইতিহাস জানানো, ন্যায়-নীতিবান ও আর্দশ নিয়ে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ-কর্মকাণ্ড শিশুদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
মঙ্গলবার বিকালে কাকরাইলে বিশেষ বর্ধিত সভায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট এসব কথা বলেন। শিশুদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে ‘বঙ্গবন্ধুকে জানো, শিশু কর্নারে বই পড়’ স্লোগান নিয়ে আগামী শুক্রবার থেকে বিনামূল্যে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী শিশুদের হাতে তুলে দিতে প্রস্তুতির অংশ হিসেবে এই বর্ধিত সভা ডাকা হয়। এতে সংগঠনের অধিকাংশ নেতাই উপস্থিত ছিলেন।
ইসমাইল চৌধুরী সম্রাট বলেন, ঘরে ঘরে গড়ে উঠুক দেশপ্রেমিক নতুন প্রজন্ম। তাই শৈশব থেকেই দিতে হবে দেশপ্রেমের পাঠ। মুক্তিযুদ্ধ আমাদের বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ ঘটনা, আমাদের গভীর দেশপ্রেম। শিশুদের শোনাতেই হবে বিজয়ের কথা, আমাদের গৌরব গাঁথা, ওরা যার গর্বিত অংশীদার, ওরা যার ধারক, বাহক ও উত্তরাধিকার। সে কারণেই প্রতি শুক্রবার কাকরাইলের যুবজাগরণ কেন্দ্রে শিশু কর্নার খোলা হয়েছে। পড়ার পাশাপাশি শিশুদের জন্য বিভিন্ন রকম খাবার দেয়া হবে। একই সঙ্গে যারা পড়তে আসবে তাদেরকে বিনামূল্যে জাতির পিতা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি বিনামূল্যে দিয়ে দেওয়া হবে। তিনি বলেন, শিশুদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে আমরা নিজ নিজ পরিবার, আত্মীয় স্বজন ও প্রতিবেশী থেকে শুরু করে সর্বস্তরের শিশুদের নিয়ে কাজ করবো।
বিডি-প্রতিদিন/০৯ এপ্রিল, ২০১৯/মাহবুব