বরিশালের উজিরপুর উপজেলার বিএন খান ডিগ্রি কলেজের ৬ জন কর্মচারীর টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক অধ্যক্ষ আব্দুর রহিমকে পৃথক তিনটি ধায়ায় ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৭ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৮ মাস কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। বরিশালের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. মহসিনুল হক আসামির অনুপস্থিতিতে মঙ্গলবার বিকেলে এই রায় ঘোষণা করেন।
ওই আদালতের বেঞ্চ সহকারী হারুন-অর রশিদ জানান, ১৯৮৩ সালের ১৭ আগস্ট অধ্যক্ষ আব্দুর রহিম ওই কলেজে কর্মরত থাকাবস্থায় জালিয়াতির মাধ্যমে ৪র্থ শ্রেণীর ৬ জন কর্মচারীর বেতনের ৫৯ হাজার ১৯৪ টাকা আত্মসাত করেন। ক্ষতিগ্রস্থরা লিখিতভাবে বিষয়টি বরিশাল দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়কে অবহিত করেন। প্রাথমিক তদন্তে দুদক অভিযোগের সত্যতা পায়। এ ঘটনায় ২০০৩ সালের ২৩ জানুয়ারি জেলা দুদকের সহকারী পরিচালক আলতাফ হোসনে বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
২০১১ সালের ২৫ আগস্ট তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী অধ্যক্ষকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ওই রায় ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম