ওষুধের গায়ের মূল্য কাটাকাটি, মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও অননুমোদিত বিদেশি ওষুধ রাখার অভিযোগে তিন ফার্মেসিকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়। মঙ্গলবার কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এই জরিমানা করেন।
জেলা কার্যালয় সূত্রে জানা যায়, একজন ভুক্তভোগী ভোক্তা কার্যালয়ের ফেসবুক পেজের ম্যাসেঞ্জারের মাধ্যমে তথ্য দেন, কুমিল্লা মেডিকেল কলেজ এলাকার এম ডি. ফার্মেসিতে ১৭.৯৯ টাকার জেএমএস সেট তার কাছ থেকে রাখা হয়েছে ৪০ টাকা এবং প্রকৃত মূল্য কাটাকটি করা হয়েছে। কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এম ডি মেডিকেল হলকে ২০ হাজার টাকা জরিমানা করেন। পাশের মেসার্স এ. হক মেডিকেল হলে ৪৫ টাকার মূল্যের চোখের ড্রপের মোড়কে কাটাকাটি করে লেখা হয়েছে ৬০ টাকা। ঐ ফার্মেসিকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই এলাকার মজুমদার ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল