এক শিক্ষার্থীর ৬০ হাজার টাকা ছিনতাইকালে যমুনা ফিউচার পার্কের দক্ষিণ গেটের বিপরীতে পিঠা ঘরের সামনে থেকে সালাম নামের এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ। এ সময় রিপন ও মনির নামে তার অপর দুই সঙ্গী পালিয়ে গেছে। সালামের বাড়ি খুলনায়। তুরাগ থানাধীন ভাবনার টেক এলাকায় থাকেন তিনি। অপর দুজনের পরিচয় জানা যায়নি।
নিকটস্থ ট্রাফিক পুলিশ বক্সের টিআই এম এম বিল্লাল আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বুধবার দুপুরে ফিজিও থেরাপির শিক্ষার্থী আশফাকুর রহমান ব্যাংক থেকে ৬০ হাজার টাকা তুলে যাওয়ার সময় পিঠা ঘরের সামনে ছিনতাইকারীরা তার গতি রোধ করে। শোরগোল সৃষ্টি করে আশফাকুরের ব্যাগ থেকে টাকা বের করে পকেটে ঢোকায় সালাম। বিষয়টা পাশে থাকা কয়েকজন স্কুল শিক্ষার্থী দেখে আশফাকুরকে জানালে হাতাহাতি শুরু হয়। আমরা তখন রেকার নিয়ে পিঠাঘরের সামনের সড়কে যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলাম। শোরগোল দেখে এগিয়ে গিয়ে সালামকে আটক করি। পুলিশ দেখে অন্য দু'জন পালিয়ে যায়। আশফাকুরকে টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে। সালামকে থানা পুলিশে হস্তান্তর করা হবে।
ছিনতাইকারী সালাম জানান, দুই বছরের মতো অপর দু'জনকে নিয়ে তিনি ছিনতাইয়ের সঙ্গে যুক্ত। তবে তাদের বাসা চেনেন না। সকালে উত্তরায় মিলিত হয়ে রেস্তোরাঁয় নাস্তা করেন। এরপর এই এলাকায় আসেন। তিনি পিঠা ঘরের সামনে অবস্থান নেন। অপর দু'জন যান ব্যাংকে। আশফাকুর ব্যাংক থেকে টাকা তুলে বের হলে তারা সালামকে ফোনে জানান। পিঠা ঘরের সামনে সালাম না দেখার ভান করে ধাক্কা দিয়ে আশফাকুরের গতি রোধ করেন। এর মধ্যে মনির ও রিপন এসে পরিকল্পনামাফিক শোরগোল সৃষ্টি করে।
বিডি-প্রতিদিন/১০ এপ্রিল, ২০১৯/হিমেল/মাহবুব