১৭ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:৩৬

রাজশাহীতে উদ্বোধন হলো বঙ্গবন্ধুর ম্যুরাল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে উদ্বোধন হলো বঙ্গবন্ধুর ম্যুরাল
রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র রাজশাহী কলেজে উদ্বোধন করা হয়েছে বঙ্গবন্ধুর ম্যুরাল। মঙ্গলবার সকালে ম্যুরালের উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। 
 
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, রাজশাহী কলেজের অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার। 
 
পরে নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। 
 
কলেজ কর্তৃপক্ষের দাবি, শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে এই আবক্ষ ম্যুরালটি তৈরি করছে রাজশাহী কলেজ কর্তৃপক্ষ। জাতিসত্তার ভাষা আন্দোলন ও দেশের প্রথম শহীদ মিনার রাজশাহীতে হয়েছে। বর্তমান ও আগামী প্রজন্ম বই পড়ে ইতিহাস জেনে বঙ্গবন্ধুর সম্পর্কে জানতে পারছেন। বঙ্গবন্ধুকে যেন শিক্ষার্থীরা বুকে লালন করে তার আদর্শ নিয়ে দেশের সেবায় নিয়োজিত হতে পারে সেই লক্ষ্যেই ম্যুরালটি তৈরি করা হয়েছে।  
 
ম্যুরাল তৈরিতে ব্যবহৃত হয়েছে ইট, বালি, রড, পাথর, মার্বেল ও টাইলস। যার মাঝে পাথর, মার্বেল এবং টাইলসগুলো দেশের বাইরে থেকে আনা হয়েছে।
 
বিডি প্রতিদিন/এনায়েত করিম 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর