ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকর্মীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশাল নগরীতে ঝঁটিকা বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল। সোমবার বিকেলে নগরীর ফকির বাড়ি রোড থেকে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাড়ির নেতৃত্বে একটি ঝঁটিকা বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সদর রোডের বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সোহেল রাড়িসহ প্রমুখ।
বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতাকর্মীদের উপর হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীদের দৃষ্টন্তমূলক শাস্তি দাবি করেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম