পানি উন্নয়ন বোর্ডের কাজে গতিশীলতা আনতে শূন্য পদসমুহে দ্রুত জনবল নিয়োগের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে বিভিন্ন ধরনের প্রণোদনা দিয়ে কর্মচারীদের কাজের প্রতি আগ্রহ বাড়ানোর সুপারিশ করা হয়। এছাড়া পদ্মা নদীর ভাঙন রোধকল্পে ড্রেজিং কার্যক্রমে যাতে কোনো গাফিলতি না হয়, তদারকি বৃদ্ধি করে এ বিষয়ে সুপারিশ করা হয়। পাশাপাশি ঢাকা, ফরিদপুর, চাঁদপুর ও সিরাজগঞ্জে ড্রেজার সাব-স্টেশন স্থাপনের সুপারিশ করা হয়।
সংসদ ভবনে সোমবার অনুষ্ঠিত পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৭ম বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেন। পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, মোহাম্মদ নজরুল ইসলাম ও মো. ফরিদুল হক খান বৈঠকে অংশ নেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে নেওয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস নদী (আপার) পুনঃখনন প্রকল্প ও নোয়াখালী এলাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্প সঠিকভাবে ও যথাসময়ে বাস্তবায়নের তাগিদ দেয়া হয়।
বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়, পানি উন্নয়ন র্বোড সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম