২২ অক্টোবর, ২০১৯ ১৫:৫৮

বরিশালে বিবিডিসির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালে বিবিডিসির উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

‘জীবন বাঁচাতে রক্ত দিন, ভালোবাসা থাক অমলিন’ স্লোগান নিয়ে বরিশাল নগরীর শের-ই বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, রক্তদান-রক্তরোগ, থ্যালাসেমিয়া, অ্যান্টিবায়োটিক সচেতনতা এবং গর্ভবতী মায়েদের জন্য আগে থেকে রক্তদাতা প্রস্তুত রাখা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি) বরিশালের প্রতিটি স্কুলকে সচেতন স্কুল হিসাবে গড়ে তুলতে গত ২০ এপ্রিল থেকে মাধ্যমিক স্কুল পর্যায়ে এই ক্যাম্পেইন শুরু করে। 

ধারাবাহিকভাবে আয়োজিত ক্যাম্পেইনের অংশ হিসেবে মঙ্গলবার নগরীর শের-ই বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজন করা হয় ক্যাম্পেইন। আয়োজনে উৎসবমুখর পরিবেশে দুই শতাধিক শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করে দেয়া হয়। পাশাপাশি রক্তদানের উপকারিতা, নিয়মাবলি, রক্তের রোগ থ্যালাসেমিয়াসহ আরও বিভিন্ন রোগ সম্পর্কে সচেতন করা হয় শিক্ষার্থীদের। 

অনুষ্ঠানের উদ্বোধন করেন শের-ই বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর রশিদ। 

প্রধান শিক্ষক জানান, স্কুলগামী শিক্ষার্থীদের মানবিক চেতনা সমৃদ্ধ করতে এটি একটি অসাধারণ প্রয়াস। এভাবে প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দিতে পারলে সমগ্র বরিশাল অচিরেই হয়ে উঠবে মানবিক নগরী। 

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর