সাবেক ধর্মমন্ত্রী ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার বিকেলে তিনি ময়মনসিংহের নিজ বাড়িতে হঠাৎ করেই অসুস্থতা অনুভব করেন। পরে এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ বাংলাদেশ প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
চিকিৎসকদের বরাত দিয়ে তিনি আরও জানান, বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। হাসপাতালে মতিউর রহমানের সাথে তার পরিবারের সদস্যরা রয়েছেন।
বিডি-প্রতিদিন/মাহবুব