টঙ্গী পৌরসভার (বর্তমান গাজীপুর সিটি কর্পোরেশন) ৪৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জয়নাল আবেদীন (৪৭) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। বুধবার সন্ধ্যায় টঙ্গীর দত্তপাড়া এলাকার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মরহুমের জানাজার নামাজ বৃহস্পতিবার বেলা ১১টায় টঙ্গীর দত্তপাড়া দীঘিরপাড়ে অনুষ্ঠিত হবে। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত। স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
জয়নাল আবেদীন গাজীপুর সিটি কর্পোরেশনের সবশেষ নির্বাচনসহ প্রতিটি নির্বাচনে ৪৮নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে অংশ নিয়েছিলেন। এর আগে তৎকালীন টঙ্গী পৌরসভা নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে কমিশনার নির্বাচিত হয়েছিলেন।
একজন সংস্কৃতি কর্মী হিসেবে টঙ্গীতে ব্যাপক সুনাম ছিল তার। অসংখ্য মঞ্চ ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন তিনি। টঙ্গীর কাদেরিয়া মিল এলাকায় তার হাতেগড়া একটি নাট্যদল রয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত