রাজধানীর খিলক্ষেতের বড়ুয়া এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আনোয়ার নামে একজনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। র্যাবের দাবি নিহত আনোয়ার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে ৪টি অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক সিনিয়র এএসপি মিজানুর রহমান।
তিনি জানান, খিলক্ষেতের বড়ুয়া এলাকায় অভিযান চালানোর সময় একদল মাদক ব্যবসায়ীর সঙ্গে র্যাব-১ এর সদস্যদের গুলিবিনিময় হয়। এ সময় ঘটনাস্থলে কুখ্যাত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন (৩৪) নিহত হয়।
তিনি আরও জানান, একই ঘটনায় র্যাব সদস্য আহত হয়েছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ