২৬ জানুয়ারি, ২০২০ ১৩:৫১

রাজশাহীতে ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উদযাপন

রাজশাহীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয়েছে। আজ রবিবার সকাল ৯টায় মহানগরের উপশহরে অবস্থিত সহকারী হাই কমিশনে ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করেন সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাটি।

এসময় ভারতের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। পরে ভারত সরকারের পক্ষে রাষ্ট্রপতির বাণী পড়ে শোনান রাজশাহীতে নিযুক্ত সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাটি। সহকারী হাই কমিশনের কর্মকর্তা ও কর্মচারীসহ রাজশাহীতে অবস্থানরত ভারতীয় নাগরিকরা সেখানে উপস্থিত ছিলেন।

এছাড়াও প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে মহানগরের বিশিষ্ট শিক্ষাবিদ, সংবাদপত্রের সম্পাদক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সরকারী কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে রাজশাহীস্থ সহকারী হাই কমিশনের পক্ষে রাতে রয়েছে নৈশভোজ।

এদিকে, রাজশাহীতে থাকা ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাটি ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মহানগরবাসীকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

 

বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর