রাজধানীর মতিঝিলের আরামবাগে একটি বাসায় ছবি কুরি (৬০) নামের এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে আটক হলেন তার স্বামী গোপাল চন্দ্র কুরি। বর্তমানে অসুস্থ অবস্থায় পুলিশ প্রহরায় চিকিৎসা নিচ্ছেন তিনি।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মনির হোসেন মোল্লা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর মতিঝিলের আরামবাগ এলাকায় নিজ বাড়ি থেকে ছবি কুরি নামের ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ওসি বলেন, নিহত বৃদ্ধা ৮-১০ বছর ধরে প্যারালাইসিসে ভুগছিলেন। ওই দম্পতির তিন মেয়ে। তারা দেশের বাইরে থাকেন। নিহতের স্বামীও মানসিক ভারসাম্যহীন। এ ঘটনায় আমরা বিস্তারিত জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/মাহবুব