বরিশালে আজানের পরপরই সংক্ষিপ্ত পরিসরে মসজিদে জুমার নামাজ আদায়ের পর গেট তালাবদ্ধ করে রাখা হয়। শুক্রবার জুমার আজানের পর মুসল্লিদের নিজ নিজ ঘরে নামাজ আদায় করার আহবান জানানো হয়। অনেক মসজিদ জুমার আজানের পর তালাবদ্ধ করে রাখা হয়।
করোনা সংক্রমণ এড়াতে ইসলামিক ফাউন্ডেশনের পরামর্শে সংশ্লিষ্ট মসজিদ ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ সরকারি নির্দেশ বাস্তবায়নে সহায়তা করেন। এছাড়া ভ্রাম্যমাণ আদালত এবং আইন শৃঙ্খলা বাহিনীও কঠোর নজরদারি করেন।
এরপরও অনেক মুসল্লি জুমার নামাজ আদায় করতে মসজিদে গিয়ে তালাবদ্ধ দেখে ফিরে যান।
এর আগে বৃহস্পতিবার পবিত্র শব-ই বরাতের রাতে ধর্মপ্রাণ মুসল্লিরা করোনা এড়ানোসহ মুসলিম উন্মাহর শান্তি কামনায় পরম করুণাময় আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করেন।
বিডি প্রতিদিন/আল আমীন