৩১ মে, ২০২০ ১৫:০০

দিনাজপুর বোর্ডে পাসের হার ৮২.৭৩ শতাংশ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুর বোর্ডে পাসের হার ৮২.৭৩ শতাংশ

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ২০২০ সালে অনুষ্ঠিত এসএসসির পরীক্ষার প্রকাশিত ফলাফলে ১ লাখ ৯১ হাজার ৮২১জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৫৮ হাজার ৬৮৫জন কৃতকার্য হয়েছে। পাসের হার ৮২ দশমিক ৭৩। দিনাজপুর শিক্ষাবোর্ডে গত বছরের চেয়ে জিপিএ-৫ এর সংখ্যা বাড়লেও পাসের হার কমেছে। 

এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১২ হাজার ৮৬ জন। এর মধ্যে জিপি-এ প্রাপ্ত ছাত্রের সংখ্যা ৬৩২৬জন এবং ছাত্রীর সংখ্যা ৫৭৬০জন।

এবার শিক্ষাবোর্ডের অধীনে বিজ্ঞান বিভাগে ১১ হাজার ৮৩২জন, মানবিক বিভাগে ২২৬ জন এবং বাণিজ্যিক বিভাগে ২৮জন জিপিএ-৫ পেয়েছে। 

এবারের পরীক্ষার ফলাফলে জেলা পর্যায়ে পাসের হারে দিনাজপুর এবং জিপিএ-৫ পেয়ে রংপুর জেলা শীর্ষে। 

দিনাজপুর শিক্ষাবোর্ডে ৮ জেলার মধ্যে জিপিএ-৫ বেশি রংপুর জেলায়। রংপুর জেলায় পাসের হার ৮৩ দশমিক ৪৪। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ২৮৫১জন।  

গাইবান্ধা জেলার পাসের হার ৮৪ দশমিক ৭৪। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৬৪৮জন। নীলফামারী জেলার পাসের হার ৮৩ দশমিক ২৫। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১৪৭২জন। কুড়িগ্রাম জেলার পাসের হার ৭৯ দশমিক ৬৩। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১০৯২জন। 

লালমনিরহাট জেলার পাসের হার ৭৭ দশমিক ৮৮। এজেলায় জিপিএ-৫ পেয়েছে ৪৫৯ জন। দিনাজপুর জেলার পাসের হার ৮৪ দশমিক ৮৭। জিপিএ-৫ পেয়েছে ২৮৩৪ জন। 

ঠাকুরগাও জেলার পাসের হার ৮২ দশমিক ৬৪। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ১১৭৩জন। পঞ্চগড় জেলার পাসের হার ৭৮১ দশমিক ৫। এ জেলায় জিপিএ-৫ পেয়েছে ৫৫৭ জন।  

রবিবার দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান ফলাফল ঘোষণা করেন।

শিক্ষাবোর্ডের অধীন ২৬৪৬টি স্কুলের মধ্যে শতভাগ পাসকৃত স্কুলের সংখ্যা ১২২টি। এবার একটি স্কুলে একজনও পাশ করতে পারেনি। 

উল্লেখ্য, দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে ২০১৯ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় পাসের হার ছিল ৮৪ দশমিক ১০।  


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর