৩০ জুন, ২০২০ ১৫:০১

শিক্ষানবিশদের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

শিক্ষানবিশদের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন
গত প্রায় তিন বছর ধরে বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তকরণ কার্যক্রম সম্পন্ন না করার প্রতিবাদে এবং এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীদের সরাসরি গেজেটের মাধ্যমে অ্যাডভোকেট হিসেবে সনদপত্র প্রদানের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
 
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে বার এসোসিয়েশন শিক্ষানবিশ সমন্বয় পরিষদ বরিশাল জেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
সংগঠনের জেলা সমন্বয়কারী শিক্ষানবিশ আইনজীবী মো. বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষানবিশ আইনজীবী মো. সরোয়ার হোসেন, সোনিয়া আক্তার, মো. মাসুদ খান ও প্রদীপ চন্দ্র হালদার,
তুষার পাল, রিন্টু হোসেন, আফসানা মিমিসহ অন্যান্যরা। 
 
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ ও ২০২০ সালের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীদের আইনজীবী হিসেবে তালিকা করে গেজেট প্রকাশ করার মাধ্যমে ২০২০ সালের মধ্যেই এনরোলমেন্ট প্রসেস সম্পন্ন করে ২০১৭ সালের আপিল বিভাগের রায় কার্যকর করার দাবি জানান। দাবি আদায়ের জন্য সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন শিক্ষানবিশ আইনজীবীরা। 

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর