৪ জুলাই, ২০২০ ১৬:৪১

ইন্টার্ন চিকিৎসকদের সুরক্ষাসামগ্রী দিলেন এমপি বাদশা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ইন্টার্ন চিকিৎসকদের সুরক্ষাসামগ্রী দিলেন এমপি বাদশা
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সুরক্ষাসামগ্রী দিয়েছেন রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা। তিনি তাদের কেএন-৯৫ মাস্ক ও ফেস শিল্প দেন। 
 
শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজে তিনি ইন্টার্ন চিকিৎসকদের হাতে এসব হস্তান্তর করেন। 
 
সন্ধানীর রামেক ইউনিট এতে সহযোগিতা করে। সুরক্ষাসামগ্রী হস্তান্তরের সময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. নওশাদ আলী ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. বুলবুল হাসান উপস্থিত ছিলেন।
 
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) রাজশাহী শাখার প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. জয়তু খুরশীদ,স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) রামেক শাখার দপ্তর সম্পাদক ডা. তন্ময়, রামেক ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. রুহিন এমদাদ, সন্ধানীর রামেক ইউনিটের সভাপতি ওয়াসিক তুশন, কেন্দ্রীয় প্রতিনিধি ডা. নুরুন নবী আরাফাত, উপদেষ্টা ডা. সৌরভ দেবনাথ হৃদয় প্রমুখ।
 
বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর