বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (বিএমপি) মো. শাহাবুদ্দিন খান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বদান্যতায় ১৯৭৪ সালে দেশে শিশু সুরক্ষা আইন প্রতিষ্ঠা হয়। বঙ্গবন্ধু শিশুদের খুবই ভালোবাসতেন। শিশু অধিকার বাস্তবায়নে তিনি ছিলেন অত্যন্ত যত্নশীল। এ জন্য বঙ্গবন্ধুর জন্ম দিনে শিশু দিবস উদযাপিত হয়। তাই শিশু আইন বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার তাগিদ দেন তিনি।
মঙ্গলবার বরিশাল পুলিশ লাইনের ড্রিলশেডে বেসরকারি সংস্থা অপরাজেয় বাংলাদেশ আয়োজিত ‘শিশু আইন-২০১৩’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
মেট্রোপলিটনের ৪ থানার শিশু বিষয়ক ডেস্ক ও শিশু বিষয়ক কর্মকর্তা এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের কর্মকর্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিএমপি’র অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম, ইউনিসেফ’র বরিশাল বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহমেদ (চিফ) ইউনিসেফ বরিশাল। অতিথি স্পিকার ছিলেন বিএমপি’র উপ-কমিশনার (সদর) আবু রায়হান মুহাম্মদ সালেহ ও উপ-কমিশনার (ক্রাইম অপারেশনস এন্ড প্রসিকিউশন) জুলফিকার আলী হায়দার এবং জেলা প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ। কোতয়ালী থানার সহকারী কমিশনার মো. রাসেল অনুষ্ঠান সমন্বয় করেন।
অনুষ্ঠানে পুলিশ কমিশনার আরও বলেন, শিশুদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটাতে হবে। এখতিয়ার খাটাতে গিয়ে কোনভাবেই যেন সীমালংঘন না হয়। তবে নিরাপদ পরিবেশ রক্ষায় ভিন্ন প্রকৃতির অপরাধ বা সমাজের জন্য হুমকিস্বরূপ হলে তা দমনে নিদর্শন স্বরূপ শিশু অধিকার সমুন্নত রেখে শাস্তির ব্যবস্থা করা যেতে পারে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন