ঢাকার খিলগাঁও মেরাদিয়া মো. মোমেন আলী (৪৫) নামে এক মৎস্য ব্যবসায়ী দুর্বৃত্তের গুলিতে আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার রাতে খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন।
খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক উল আলম গণমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে বাসা ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। তদন্তের পরই বিস্তারিত জানা যাবে।
বিডি-প্রতিদিন/শফিক