ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ চলছে। কিন্তু দুপুর ১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অলস সময় পার করতে দেখা গেছে কেন্দ্রে কেন্দ্রে।
এদিকে, শনিবার ভোট শুরুর পর থেকে ঢাকা-৫ আসনের বেশির ভাগ কেন্দ্রেই বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়েনি। এমনকি বিএনপি প্রার্থীর এজেন্টকেও পাওয়া যাচ্ছে না। অন্যদিকে, ভোট কেন্দ্রের বাহিরে সকাল থেকেই তৎপর আওয়ামী লীগের নেতাকর্মীরা।
যদিও বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহম্মেদের দাবি, বেশিরভাগ কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়া হয়েছে। এজন্য ৯০ থেকে ৯৫ ভাগ কেন্দ্রে আমাদের এজেন্ট নেই।
সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ কেন্দ্রেই বিএনপি প্রার্থীর নেতাকর্মীদের দেখা যায়নি। এমনকি খুঁজেও পাওয়া যাচ্ছে না। এদিকে, ভোটের উৎসবকে নষ্ট হওয়ার জন্য বিএনপির হাইকমান্ডকে দায়ী করছেন স্থানীয় জনগণ। প্রার্থী বাছাইয়ে দলটির সিদ্ধান্ত ভুল বলে মনে করছেন স্থানীয়রা। কারণ সালাহউদ্দিন আহমেদ এই আসনের ভোটারই নন। এছাড়া তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) আসন থেকে অংশ নেন। তাই ভোট একতরফা হচ্ছে বলে দাবি করছেন ভোটরা।
তাই ভোটের উৎসবকে নষ্ট হওয়ার জন্য বিএনপির প্রার্থী বাছাইকে দায়ী করছেন নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/আরাফাত