রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৬০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকা থেকে মাদকদ্রব্যসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অভিযানে ৬০ জনকে গ্রেফতার করা হয়। তারা প্রত্যেকে মাদকবিক্রি ও সেবনের সঙ্গে জড়িত। অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে এক হাজার ৯৯৬ পিস ইয়াবা, ৯৫ গ্রাম ৪১ পুরিয়া হেরোইন ও ২ কেজি ৯৮০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/কালাম