২৭ অক্টোবর, ২০২০ ১৭:৩৯

বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গ্রুপের পৃথক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গ্রুপের পৃথক কর্মসূচি

৩ ভাগে বিভক্ত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো বরিশাল যুবদল। ঢিল ছোড়া দূরত্বের মধ্যে ৩ গ্রুপ পৃথক কর্মসূচি পালন করে। এতে উত্তেজনা দেখা দেওয়ায় সতর্ক অবস্থানে ছিলো পুলিশও।

৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে মহানগর যুবদল সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে। এর ৫ থেকে ১০ গজের মধ্যে অশ্বিনী কুমার হলের সামনে সমাবেশ এবং কারাবরনকারী নেতাদের সন্মাননা ক্রেস্ট দেয় দক্ষিণ জেলা যুবদলের সভাপতি পারভেজ আকন বিপ্লবের নেতৃত্বাধীন জেলা যুবদলের একাংশ। অপরদিকে দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক এএইচএম তসলিম উদ্দিনের পৃথক র‌্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নগরীর বগুড়া রোড বাংলাদেশ ব্যাংক মোড় থেকে একটি বিশাল র‌্যালি বের করে এএইচএম তসলিম উদ্দিনের নেতৃত্বাধীন জেলা যুবদলের একাংশ। র‌্যালিটি সদর রোডের প্রেসক্লাব চত্ত্বরে গিয়ে শেষ হয়। এ সময় সেখানে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪২ পাউন্ডের কেক কাটেন প্রধান অতিথি জেলা (দক্ষিন) বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তসলিম উদ্দিনের সভাপতিত্বে একাংশের সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি এবায়দুল হক চাঁন এবং মহানগর বিএনপি’র সহ-সভাপতি মনিরুল আহসান মনিরসহ অন্যান্যরা। 

অপরদিকে অশ্বিনী কুমার হলের সামনে একই সময়ে জেলা যুবদলের সভাপতি পারভেজ আকন বিপ্লব গ্রুপ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যুবদলের কারাবরনকারী নেতাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ এবং বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন। বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলুসহ অন্যান্যরা।

এদিকে সকালে মহানগর যুবদল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশের আয়োজন করে। মহানগর যুবদল সভাপতি মো. আক্তারুজ্জামান শামীমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনসহ অন্যান্যরা। 

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ১০০ গজের মধ্যে ৩ গ্রুপের কর্মসূচিতে লাগানো মাইকের শব্দে সদর রোডে অসহনীয় পরিবেশের সৃষ্টি হয়। এতে সদর রোডের দোকানী এবং পথচারীরা বিরক্তি প্রকাশ করে। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর