রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ভবনে ৩১ টি হাত বোমা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। বোমাগুলো নিষ্ক্রিয় করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বম্ব ডিসপোজাল ইউনিট। সেইসঙ্গে দুজনকে আটক করেছে পুলিশ।
আটক দুজনের নাম মো. সুমন ও মামুন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর উত্তরা গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) কাজী শফিকুল আলম।
শুক্রবার বিকালে ১০ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডে অবস্থিত ওই ভবনে বোমা রয়েছে বলে পুলিশকে স্থানীয়রা খবর দেন। এরপর পুলিশ তা উদ্ধারে সেখানে যায়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ