কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুপ্রিমকোর্টে মানববন্ধন করেছে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীরা।
আজ রবিবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর সভাপতিত্বে এ মানববন্ধনে প্রায় দুই শতাধিক আইনজীবী অংশ নেয়।
মানববন্ধনে ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী বলেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশই জন্ম হতো না। আজ স্বাধীনতাবিরোধী চক্র সেই জাতির জনকের ভাস্কর্য ভাঙচুর করেছে। এসব মৌলবাদী জঙ্গিদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ, আইন-সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট জগলুল কবির, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট একেএম তৌহিদুর রহমান, অ্যাডভোকেট মাহফুজুর রহমান লিখন, অ্যাডভোকেট নুরুন্নাহার, অ্যাডভোকেট মফিজ উদ্দিন, অ্যাডভোকেট আন্না খানম, ব্যারিস্টার শেখ ওবায়দুর রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত