রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মমিনবাগ এলাকায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পথচারী রুনা আক্তার (২২) নামে একজন পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার সকাল পৌনে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় রুনা আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে আটটার দিকে মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার এস আই নওশের আলী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত রুনার স্বামী দিনমজুর মো. শাহীন জানান, সকালে প্রতিদিনের মতো আজও সে তাঁর কর্মস্থলে যাচ্ছিলেন। মমিনবাগ এলাকায় নির্মাণাধীন একটি চারতলা ভবনের নিচ দিয়ে যাওয়ার সময় রুনার মাথায় ইট পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। সেখান থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত রুনা আক্তারের গ্রামের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায়। তিনি রিয়াজ (৭) নামে এক সন্তান নিয়ে পরিবারের সাথে ডেমরা কোনাপাড়ার পশ্চিম মোমিনবাগ এলাকায় বসবাস করতেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন