নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার হাজীগঞ্জে নিখোঁজের ১৩ ঘণ্টা পর হৃদয় (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
পরিবারের অভিযোগ, মোবাইল ফোনে ডেকে নেওয়ার পরেই তাকে হত্যা করা হয়েছে। ওই ঘটনায় তারা তিনজনকে দুষছেন। ওই তিনজনসহ হৃদয় নিজেও মাদকাসক্ত বলে জানা গেছে।
রবিবার বিকেলে হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে হৃদয়ের লাশ উদ্ধার করা হয়।
হৃদয় একই এলাকার খোকন মিয়ার ছিলে। করোনার কারণে স্কুলটি বন্ধ রয়েছে। সেখানে প্রায়শই মাদকাসক্তরা আড্ডা দিত।
হৃদয়ের বড় ভাই রনি জানান, ‘শনিবার রাত ১২টায় হৃদয়ের মোবাইলে ফোন আসে। এর পরেই হৃদয় বাসা থেকে বের হয়ে যায়। রাতে আর ঘরে ফিরেনি। সে মূলত পারভেজ, সেকান্দার, মাহাবুবসহ আরো কয়েকজনের সঙ্গে চলাফেরা করতো। তারা মূলত মাদকাসক্ত। ধারণা করা হচ্ছে তাদের ফোনেই ঘর ছাড়েন হৃদয়। রবিবার দুপুরে তারা খবর পান স্কুল মাঠে লাশ পড়ে আছে। ওই তিনজনকে আটক করলেই হত্যাকাণ্ডের রহস্য বেরিয়ে আসবে।’
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, কি কারণে কারা হত্যা করেছে হৃদয়কে সেটা নিশ্চিত হওয়া যায়নি। পরিবারের লোকজন কয়েকজনের নাম বলেছেন। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এখনও কাউকে আটক করা হয়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/হিমেল