রংপুর বিভাগের ৮ জেলায় ফায়ার সার্ভিসের ডুবুরি ছিলেন মাত্র দু'জন। এর মধ্যে একজন শনিবার দিনাজপুরে পানিতে ডুবে যাওয়া এক যুবককে উদ্ধার করতে গিয়ে মারা যান। এখন থেকে রংপুর বিভাগে মাত্র একজন ডুবুরি দিয়ে চলবে উদ্ধার কাজ। জরুরী ভিত্তিতে ডুবুরি সংখ্যা বাড়ানো না হলে পানিতে পড়ে মৃত মানুষের লাশ উদ্ধার কার্যক্রম মারাত্মক ব্যাহত হবে।
রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিস সূত্রে জানা গেছে, বিভাগের ৮ জেলায় পানিতে ডুবে যাওয়া মানুষকে উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন মাত্র দুজন ডুবুরি। জৈষ্ঠ মাস থেকে আশ্বিন এই ৫ মাস প্রতিমাসে গড়ে ২৫ থেকে ৩০ টি লাশ উদ্ধার করে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গত ৫ মাসে রংপুর বিভাগের কমপক্ষে দেড় শতাধিক ডুবে যাওয়া লাশ উদ্ধার করেছে মাত্র দুজন ডুবরি। শনিবার কাহারোলে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার করতে এসে নদীতে ডুবে আব্দুল মতিন (৪২) নামের রংপুর ফায়ার সার্ভিসের এক ডুবুরির মৃত্যু হয়েছে। মৃত ডুবুরি ২০০৬ সালে চাকরিতে যোগদান করেন। ৬ বছর থেকে রংপুরে রয়েছেন। তিনি পানিতে ডুবে মৃত্যুবরণকরা কমপক্ষে ২০০ মানুষের লাশ উদ্ধার করেছেন। শেষ পর্যন্ত সুজন দেব শর্মা নামে এক যুবককের লাশ উদ্ধার করতে গিয়েই নিজেই লাশ হলেন।
রংপুর ফায়ার সার্ভিসের উপ- পরিচালক আজিজুল ইষলাম বলেন, ডুবুরি আব্দুল মতিনের মৃত্যুতে বিভাগের ৮ জেলায় উদ্ধার কাজের জন্য মাত্র একজন ডুবুরি রয়েছে। তিনি বলেন, ডুবুরি সংখ্যা বাড়ানোর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল