৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা করেছে বিএনপি। বৃহস্পতিবার সকাল ১১টায় বরিশাল প্রেস ক্লাবের হলরুমে জেলা (উত্তর) বিএনপির উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উত্তর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম লাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুস ছত্তার খান, কোষাধ্যক্ষ আব্দুল গাফফার তালুকদার, দপ্তর সম্পাদক নুরুল আলম রাজু, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সেন্টু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম জনি প্রমুখ।
বক্তারা বলেন, সরকার তাদের অপকর্ম-দুর্নীতি আড়াল করতে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর নিয়ে টানাহেঁচড়া শুরু করেছে। তারা জিয়াউর রহমানের কবর নিয়ে সরকারের যে কোন অপতৎপরতার বিরুদ্ধে হুঁশিয়ারি দেন। একই সাথে দেশে গনতন্ত্র পুনরুদ্ধারের জন্য বেগম খালেদা জিয়ার মুক্তি এবং নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান বক্তারা।
বিডি প্রতিদিন/আল আমীন