খুলনার বটিয়াঘাটার বাইনতলা এলাকায় ভুয়া চিকিৎসক আজিম উদ্দিন খানকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার র্যাব-৬ এর অভিযানে তাকে আটকের পর নির্বাহী ম্যাজিষ্ট্রেট গালিব মাহমুদ পাশা এ সাজা প্রদান করেন। তিনি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ‘মেডিকেল সহকারি’ পদে উত্তীর্ণ হলেও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে প্রতারণা করছিলেন। অনুমোদনহীন এলোপ্যাথিক চিকিৎসা প্রদান করার দায়ে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ (২) ধারায় তাকে এ সাজা দেওয়া হয়।
এদিকে একই সাথে হোমিও চিকিৎসায় জড়িত গাজী হোমিও কেয়ার সেন্টারের মালিক শফিউল্লাহ গাজীকে (৩২) ‘ডাক্তার’ পদবি ব্যবহার করায় ২০ হাজার টাকা ও আরিফ মেডিকেল হল ফার্মেসির মালিক আরিফ হোসেনকে (৫০) ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, হাইকোর্ট সম্প্রতি হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রের ডিগ্রিধারীরা নামের আগে ‘ডাক্তার’ লিখতে পারবেন না বলে আদেশ দিয়েছেন। অভিযানকালে সিভিল সার্জন অফিসের প্রতিনিধি ডা. সাবরিনা রহমান ও র্যাবের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন