খুলনার হরিনটানার হোগলাডাঙ্গা এলাকায় কাভার্ড ভ্যান ও ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ইজিবাইক চালক মো. জিল্লুর রহমান (৪৫) ও যাত্রী সিয়াম (৪০)। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে হোগলাডাঙ্গা পাওয়ার স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও দুইজন আহত হয়। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হরিনটানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক জানান, কৈয়া বাজার থেকে যাত্রীসহ ইজিবাইকটি নগরীর জিরো পয়েন্টের দিকে আসছিল। বিপরীত দিক থেকে কাভার্ড ভ্যান কৈয়া বাজারের দিকে যাচ্ছিল। হোগলাডাঙ্গা পাওয়ার স্টেশনের সামনে গাড়ি দু’টির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় নিহত সিয়াম বাগেরহাট রামপাল শ্রীফতলা গ্রামের জুলফিকারের পুত্র। আর ইজিবাইক চালক জিল্লুর রহমান হরিনটানা জয়খালী গ্রামের এমদাদুল হকের ছেলে।
বিডি প্রতিদিন/আল আমীন