রাজধানীর শেরেবাংলা নগরে প্রাইভেটকারের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম আব্বাস আলী (৩৫)। এসময় দু’জন রিকশা আরোহীও আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকার রিকশাকে ধাক্কা দিলে রিকশাচালক আব্বাস রাস্তায় পড়ে যান। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক