রাজধানীর আরামবাগ এলাকা থেকে বর্ষা আক্তার নামে এক নারী মাদককারবারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার সদস্যরা। শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আরামবাগের পুলিশ বক্সের সামনে থেকে ছয় হাজার পিস ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়।
রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার পরিদর্শক মো. সুমনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক বর্ষা জানান- গত দুই বছর ধরে তিনি ইয়াবা বিক্রি করে আসছেন। তিনি স্বীকার করেছেন তিনি ইয়াবার পাইকারি সরবরাহকারী।
মো. সুমনুর রহমান আরও জানান, আটক বর্ষা রাজধানীর আরামবাগ এলাকাসহ বিভিন্ন স্থানে থাকা মাদককারবারীদের কাছে ইয়াবা সরবরাহ করতেন। তার আরও কয়েকজন সহযোগী রয়েছেন। তাদের গ্রেফতারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার অভিযান চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত