রাজধানীর আরামবাগ এলাকা থেকে ছয় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার সদস্যরা। জানা গেছে, আটককৃতের নাম বর্ষা আক্তার। তিনি গত দুই বছর ধরে ইয়াবা বিক্রি করে আসছেন।
শুক্রবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার পরিদর্শক মো. সুমনুর রহমান গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দুপুরে আরামবাগের পুলিশ বক্সের সামনে থেকে ছয় হাজার পিস ইয়াবাসহ ওই নারীকে আটক করা হয়।
বিডি-প্রতিদিন/শফিক