রাজধানীর শেরেবাংলা নগরে ন্যাম ভবনের সামনের রাস্তায় প্রাইভেটকারের ধাক্কায় এক রিকসাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ রিকশার তিন যাত্রী। নিহত রিকসাচালকের নাম আব্বাস (৩৮)। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ন্যাম ভবনের সামনের রাস্তায় পার্ক করে রাখা একটি প্রাইভেটকারকে ওভারটেক করছিল রিকসাটি। তখন সামনের দিক থেকে আসা আরেকটি সাদা রঙের প্রাইভেটকার রিকসাটিকে ধাক্কা দেয়। এতে চালক ও শিশুসহ তিন আরোহী ছিটকে রাস্তায় পড়ে আহত হন। আহতদের মধ্যে রিকশাচালকের অবস্থা গুরুতর হওয়ায় আব্বাসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বলেন, ন্যাম ভবনের সামনে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে এক রিকশাচালক মারা গেছেন ও তিনজন আহত হয়েছেন বলে শুনেছি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত