অ্যাডভোকেট জেসমিন সুলতানাকে সাউথ এশিয়ান ল'ইয়ার্স ফোরামের (সাল্ফ) ন্যাশনাল চাপ্টারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে মনোনীত করা হয়েছে।
সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরামের প্রেসিডেন্ট অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ বিদেশে অবস্থান করায় গত সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট জেসমিন সুলতানা ন্যাশনাল চাপ্টারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন।
শুক্রবার সাউথ এশিয়ান ল' ইয়ার্স ফোরামের প্রেসিডেন্ট অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'তিনি যতদিন বিদেশে অবস্থান করবেন ততদিন অ্যাডভোকেট জেসমিন সুলতানা ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করবেন। অবিলম্বে আদেশটি কার্যকর হবে।'
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন