যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশনের নবগঠিত কমিটি। গত বৃহস্পতিবার প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন কমিটির সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক সেলিম ওমরাও খান, যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউর রহমান সিনহা, কোষাধ্যক্ষ সাইফুল হকসহ অন্যান্য সদস্যরা।
এসময় প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন-২০৪১ বাস্তবায়নে সরকার জাতির কাছে অঙ্গীকারবদ্ধ। তারই ধারাবাহিকতায় দেশ-বিদেশে বাংলাদেশের সুনাম অর্জনে নবগঠিত বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশন ভূমিকা রাখবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
ফেন্সিং অ্যাসোসিয়েশনের সভাপতি শোয়েব চৌধুরী ক্রীড়াঙ্গনে অভূতপূর্ব সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশিত পথ পরিক্রমা বাস্তবায়নে, সামনের দিকে আরও এগিয়ে যেতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন।
শোয়েব চৌধুরী প্রায় দুই দশকের বেশি সময় ধরে স্পেশাল অলিম্পিক, বাংলাদেশ আর্চারি ফেডারেশন, বাংলাদেশ ফেন্সিং অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সেলিম ওমরাও খান নতুন এডক কমিটি গঠন করার জন্য প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান ও ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধুর আদর্শের যথাযথ বাস্তবায়ন ও স্বচ্ছতা প্রণয়নে সরকারের সহযোগিতা কামনা করেন।
বিডি-প্রতিদিন/শফিক