রাজধানীর পুরান ঢাকার লালবাগে এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম নীরব দাস (২২)। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
তিনি জানান, নীরব দাসকে তার স্বজনরা শনিবার দিবাগত রাত ১২টার দিকে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসে। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাচ্চু মিয়া বলেন, লালবাগের নগর বেলতলী লেইনের একটি বাসায় এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নীরব। নীরবের বাবার নাম রতন দাস, লালবাগের নগর বেলতলী লেইনে তাদের বাসা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ