রাজধানীর মতিঝিল এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত ও দুই শিশু আহত হয়েছে। আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে শাপলা চত্বরে এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম কালাই খান (৩৫)। আহত দুই শিশুর নাম আরাফাত (১০) ও ইয়াসিন (১৩)।
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন। তিনি বলেন, ‘ট্রাকের ধাক্কায় আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক এক যুবককে মৃত ঘোষণা করেন। ঘটনার পরেই ট্রাকচালক পালিয়ে যান। তাই তাকে ধরা সম্ভব হয়নি।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ