রাজধানীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় লিফট মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক তরুণের মৃত্যু হয়েছে। মৃত তরুণের নাম আমিনুল ইসলাম সাফিন (২০)। আজ রবিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় আমিনুল ইসলাম সাফিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাফিনের মামা মো. মহসিন জানান, যাত্রাবাড়ীর বিবিরবাগিচার চার নম্বর গেট এলাকার একটি ১০ তলা ভবনে লিফট মেরামতের কাজ করছিলেন সাফিন। এসময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। পরে অচেতন অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত সাফিন ব্রাক্ষণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মো. রফিক মিয়ার ছেলে। তিনি সায়দাবাদ ব্রাহ্মণচরণ এলাকায় থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত