শিরোনাম
২৮ জানুয়ারি, ২০২২ ২২:২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

অনলাইন ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট

ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাত কিলোমটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর থেকে এ যানজটের সৃষ্টি হয়। মূলত মহাসড়কের পাশে নারায়ণগঞ্জের মদনপুরে একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় সড়কটি বন্ধ হয়ে যায়। আর এতে ভোগান্তিতে পড়েছেন জরুরি প্রয়োজনে এ পথে যাতায়াত করা যাত্রীরা। 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, আগুনের কারণে এক পাশে সড়ক বন্ধ আছে। এ কারণে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। তবে ঠিক কত কিলোমিটার যানজট সেটা এখনও বলা যাচ্ছে না। আগুন নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত মহাসড়ক স্বাভাবিক করা যাচ্ছে না। 

নারায়ণগঞ্জের মদনপুরে ওই কারখানায় বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগে। চার ঘণ্টা ধরে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখনো আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর