রাজধানীর বনানীতে বাসের ধাক্কায় মোছা. বিলকিস বেগম (৫০) নামের এক নারী নিহত হয়েছে। আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নানীর আমতলী রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, বাসের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় বিলকিসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন বনানী থানার উপ-পরিদর্শক (এস আই) নেছার উদ্দিন। তিনি বলেন, গুরুতর আহত অবস্থায় ওই নারীকে পুলিশ উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/শফিক