রাজধানীর যাত্রাবাড়ী ধোলাইপাড়ে ছুরিকাঘাতে আকাশ (২২) নামে এক লেগুনা হেলপারের মৃত্যু হয়েছে।
সোমবার ভোর সাড়ে চারটার দিকে ধোলাইপাড় কবরস্থান রোড মসজিদের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন সকাল ১০টায় সেখানে তার মৃত্যু হয়।
আশাকের বাবা শামসুদ্দিন জানান, তাদের বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার পদ্মারচর গ্রামে। যাত্রাবাড়ী মুরাদপুর এলাকায় থাকেন। তবে আকাশ তাদের সঙ্গে তেমন যোগাযোগ রাখত না। সে লেগুনা স্ট্যান্ডেই বেশিরভাগ সময় থাকতো। কিভাবে ঘটনা ঘটেছে তা তারা জানেন না তিনি।
এদিকে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন