যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, গাজীপুরের টঙ্গী মিরেশপাড়া নদীবন্দর এলাকায় মানুষের বিনোদনের জন্য এবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন (বিআইডব্লিউটিএ) কর্তৃক প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে একটি ইকোপার্ক নির্মাণ করা হয়েছে। এছাড়া জনসাধারণের যাতায়াত ও নদী পথে পণ্য বা মালামাল পরিবহনের বিষয়টি গুরুত্ব দিয়ে চালু করা হয়েছে স্পিডবোট। টঙ্গীর নদী বন্দর থেকে আবদুল্লাহপুর-কড্ডা ও টঙ্গী গাজীপুর উলুখোল (কালীগঞ্জ) নৌ-রুটে চলবে এ নৌযান।
আজ শনিবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বর্তমান সরকারের অধীনে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরেন। অনুষ্ঠানে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, বাংলাদেশ নৌ-পুলিশের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মো. শফিকুল ইসলাম, গাজীপুর সিটি করপোরেশনের যুগ্ম সচিব এ এস এম সফিউল আজম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল