আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজপথে উত্তাপ ছড়াতে চেষ্টা করবে জামায়াত-বিএনপি। তাই এদের প্রতিরোধ করতে হলে আমাদের সংগঠনকে আরও বেশি সংগঠিত করতে হবে।
তিনি নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশ শক্তহাতে নেতৃত্বের মাধ্যমে বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই দেশকে রাজাকার আলশামসদের হাতে তুলে দেয়া যাবে না।
আজ শনিবার বিকালে নগরীর জেলা শিল্পকলা একাডেমি হলরুমে জেলা আওয়ামী লীগ আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহজাহান খান আরও বলেন, ৭৫ পরবর্তী ২০০৪ ও ২০১৪-১৫ সালে গাড়ি জ্বালিয়ে ও মানুষকে পুড়িয়ে দেশ বিদেশে প্রতিষ্ঠিত করেছে বিএনপি কতটা সন্ত্রাস করতে পারে। সম্প্রতি তারা মাথাচাড়া দিয়ে তাদের সেই সন্ত্রাসী আবারো করতে চায়, কিন্তু বাংলার মাটিতে আর তাদের সন্ত্রাসী করতে দেয়া যাবে না, তাদের প্রতিহত করতে হবে। সেই সাথে দেশের কিছু কিছু পথহারা রাজনৈতিক আছে, যারা বেশ লাফালাফি করা শুরু করেছেন,তাদের শায়েস্তা করা দরকার বলে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান।
রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট রেজাউল করিম রাজু’র সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন,বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি, কেন্দ্রীয় সদস্য এডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক এমপি।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম শাহাদত হোসেন বকুল, টকশো ব্যক্তিত্ব রাশেক রহমান, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, পীরগঞ্জ পৌরসভার মেয়র তাজিমুল ইসলাম শামীমসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে ৩টার পর থেকেই ফেস্টুন-প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে বিভিন্ন উপজেলা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে আসেন বিশেষ বর্ধিত সভায়। সভাস্থলের আশে পাশের এলাকায় আওয়ামীলীগের নেতাকর্মীদের শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে চারিপাশ।
বিডি প্রতিদিন/আবু জাফর