রাজধানীর মুগদা এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। আটকরা হলেন- শাহাজামাল ওরফে জামাল ও জলিল মিয়া।
শনিবার দক্ষিণ মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. আব্দুল্লাহ আল-মামুন জানান, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ মুগদায় একটি রেস্টুরেন্টের সামনে থেকে ১০০ গ্রাম হেরোইনসহ ওই দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের নামে ডিএমপির মুগদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন